ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশ: ২০২২-০৩-২৬ ২০:৫৬:৫১ || আপডেট: ২০২২-০৩-২৬ ২১:১২:৩৪

 

বার্তা পরিবেশক::
উখিয়া কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার সকালে স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান ও স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পরে উখিয়া কলেজ মিলনায়তনে অধ্যক্ষ অজিত দাশ এর সভাপতিত্বে ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এতে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, বাংলা বিভাগের ছৈয়দ আকবর, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান শাহ আলম, রসায়ন বিজ্ঞানের উত্তম ভৌমিক, অর্থনীতির জালাল আহমদ, নুরুল মাসুদ ভুঁইয়া, সমাজ বিজ্ঞানেবিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, প্রদর্শক প্লাবন বড়ুয়া প্রমুখ।

শুরুতে পবিত্র গ্রন্থ সমূহ থেকে পাঠ করা হয়।