ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

সংবাদ উপস্থাপকের শাড়িতে বুদ্ধের ছবি, একাত্তর টিভির দুঃখ প্রকাশ

প্রকাশ: ২০১৭-০৯-২৬ ১৯:৩৮:১০ || আপডেট: ২০১৭-০৯-২৬ ১৯:৩৮:১০

সংবাদ উপস্থাপকের শাড়িতে বুদ্ধের ছবি, একাত্তর টিভির দুঃখ প্রকাশ

বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের একটি প্রতিনিধি দল আজ ২৬ সেপ্টেম্বর  বিকেল ৩ টায় একাত্তর টিভি বার্তা সম্পাদক শাকিল আহমেদের সঙ্গে দেখা করে একাত্তরের সংবাদ পাঠিকার শাড়িতে বুদ্ধের ছবির প্রতিবাদ জানালে এ অনাকাংখিত ঘটনার নিঃশর্ত দুঃখ প্রকাশ করলো একাত্তর টিভি।

বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রতিনিধি দলের সাথে একাত্তর টিভি বার্তা সম্পাদক শাকিল আহমেদ।

বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজের সমন্বয়ক অশোক বড়ুয়া আর ও জানান, এ রকম ভুল ভবিষ্যৎে আর হবেনা বলে তাদের আশ্বস্ত করেছেন বলে জানা যায়। এজন্য একাত্তর টিভি আন্তরিকভাবে দুঃখিত।”

ধারণা করা হচ্ছে বর্তমানে মিডিয়া জগতের তীব্র প্রতিযোগিতার কারণে যাচাই বাচাই না করেই দ্রুত প্রকাশের একটি প্রবণতার জন্ম হয়েছে। এই নিয়ে বৌদ্ধ সম্প্রদায় সহ সকল প্রগতিশীল মানুষের কাছে সমালোচনা ঝড় ওঠে।

গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল ০৫: ৪৫ এ সংবাদে গৌতম বুদ্ধের ছবি ব্যবহৃত শাড়ি পড়ে বিতর্কের জন্ম দেন ৭১ টিভির সংবাদ পাঠিকা আফসানা শাওন।- বিবর্তন।