ঢাকা, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

রাজনীতি এখন উৎকৃষ্ট পেশা : ড. আকবর আলী খান

প্রকাশ: ২০১৪-১০-২৫ ২২:৩৬:২৩ || আপডেট: ২০১৪-১০-২৫ ২২:৩৬:৫৭

47381_ak
সিএসবি২৪ ডটকম ॥
শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য নয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘চীনের সাফল্য এবং বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন আমাদের দেশে পলিসি অস্থিরতা ব্যাপকভাবে বিদ্যমান। এক সরকার যা করেন অন্য সরকার এসে সেটা বাতিল করে দেয়। প্রশাসনে বিশৃঙ্খলা থাকার কারণেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে বাড়ি, গাড়ি নেয়ার জন্য নিজেদের সুবিধা মত নিজেরা আইন করে নেন সেখানে জনগণের করার কিছু থাকে না। রাজনীতি এখন উৎকৃষ্ট পেশা। শিল্প বিপ্লবের আগ পর্যন্ত মাথা পিছু আয়ের উল্লেখ্যযোগ্য পরিবর্তন ঘটেনি । শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড ৫৭ বছরের মাথাপিছু আয় দ্বিগুণ করেছে। চীন মাত্র ১০ বছরে মাথা পিছু আয় দ্বিগুণ করেছে। চীনের জিডিপি আমেরিকার চেয়ে বেশী। তবে মাথা পিছু আয়ের দিক থেকে আমেরিকার দিক থেকে চীন পিছিয়ে আছে। বাংলাদেশে ৭০ থেকে ৭৫ শতাংশ দারিদ্র কমেছে উল্লেখ করে তিনি বলেন তবে পুষ্টিখাতই একমাত্র দারিদ্র কমানোর পরিমাপ না। চীন অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের আরও সাফল্যের দরকার আছে। চীন সমাজতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্রে তাদের বিশ্বাস নাই। গণতন্ত্র ছাড়াও অর্থনীতি যে শক্তিশালী হতে পারে চীন সেটা প্রমাণ করেছে। বিশ্ব ব্যাংক তাদের সাম্প্রতিক প্রকাশনায় অর্থনীতির সঙ্গে সুশাসনের উপর গুরুত্বারোপ করেছে।