ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

ব্যর্থতায় থামেনি কবি নুরুল

প্রকাশ: ২০১৭-০১-৩০ ১১:২০:৩৩ || আপডেট: ২০১৭-০১-৩০ ১১:২০:৩৩

ব্যর্থতায় থামেনি কবি নুরুল
রেহেনা আকতার রেখা, চবি প্রতিনিধি:
বার বার ব্যর্থ হয়েও থেমে যাননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৫ তম ব্যাচের কবি নুরুল। ব্যর্থতা তাকে গ্রাস করতে পারেনি,পারেনি তার স্বপ্ন দেখার পথ রুদ্ধ করতে। ৩৩তম, ৩৪তম ও ৩৫তম বিসিএসে মোট তিনবার ভাইভা পর্যন্ত গিয়ে উনি ক্যাডার হতে পারেননি।এর মধ্যে ৭ম,৮ম ও ৯ম জুডিশিয়ারিতে ভাইভা পর্যন্ত গিয়েও উনি শূণ্য হাতে ফিরে এসেছেন। তারপরও উনি একটুও আশাহত হননি, থেমে যাননি স্বপ্ন দেখার পথ থেকে। বার বার চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে দীর্ঘ ক্লান্তি, হতাশা ও ব্যর্থতা মুছে গিয়ে উনি ২৯ জানুয়ারী ১০ম জুডিশিয়ারিতে সহকারি জজ হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি উনি হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট হিসেবে অনুমতিপ্রাপ্ত। নুরুল হক কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের মৃত মোঃ ফররুখ আহমদ ও খাদিজা বেগমের সুযোগ্য সন্তান।
তিনি ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে আল ফুয়াদ একাডেমী থেকে এসএসসি এবং২০০৫ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। এছাড়া উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কবি নুরুল হিসেবে অনেক পরিচিত। উনি বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রচুর কবিতা লিখে বন্ধু মহলে অনেক খ্যাতি অর্জন করেছেন। সিএসবি ২৪ ডটকমের সাক্ষাতকার দেওয়ার সময় ওনার সফলতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি জানতে চাইলে ওনি বলেন ওনার শ্রদ্ধেয় বড় ভাই ও তাঁর অভিভাবক খুনিয়া পালং এর সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের কথা বলেন। তিনি আরও বলেন হাবিবুর রহমানের অনুপ্রেরণা ও ভালবাসায় এই সফলতা অর্জন করেছেন।