ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

জুয়ার আসরে পুলিশের ধাওয়া, নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

প্রকাশ: ২০২২-০৮-২৭ ২১:১০:১১ || আপডেট: ২০২২-০৮-২৮ ১৯:১৫:৪৫

 

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে বাঁচতে চাওয়া শফি আলম (২৬) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শীতারখিল নতুন খালের মূখে এ ঘটনা ঘটে।

এদিকে ১৫ ঘন্টা সময় অতিবাহিত হলেও শফি আলমের খোঁজ মেলেনি বলে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হক নিশ্চিত করেন।

নিখোঁজ-শফি আলম, ঐ এলাকার মৃত আব্দু খালেকের ছেলে।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, রাত দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পায় প্রতিদিন রাতে নদীর তীরবর্তী শীতারখিল জায়গাতে ৭-৮জন জুয়াড়ি জুয়া খেলে। তাই সত্য-মিথ্যা যাচায়ের লক্ষে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়।

এসময় কাউকে না পেয়ে চলে আসি।সকালে শোনতে পায় জুয়াডিদের মধ্যে ৩জন লোক মাতামুহুরী নদীতে ঝাঁপ দেয়। এরমধ্যে দুইজন সাঁতরিয়ে কূলে উঠলেও শফি আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন
বলেও তিনি জানান।