ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশ: ২০২২-০৩-২৪ ২২:৪৯:৪৮ || আপডেট: ২০২২-০৩-২৪ ২২:৫০:২৯

 

কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে (বিএসপিআই) সম্ভাবনাময় উদ্যোক্তাদের নিয়ে ১১দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয় বৃহস্পতিবার।

বাংলাদেশ ইনপ্লেয়ারস ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কোর্স (১৩-২৪ মার্চ) অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন স্কিল-২১, প্রজেক্ট আইএলও।

রুমান ইশতিয়াক রাফিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএসপিআই’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

এতে অন্যান্যের বক্তব্য রাখেন বিইএফ ট্টেনিং কো-অডিনেটার জোহা রহমান, আইএলও প্রোগ্রাম অফিসার মোঃ আনিস ও সাব্বির আহমেদ।

“চাকরি করবোনা, চাকরি দিব” এই শ্লোগানকে সামনে রেখে দেশ ব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন এবং কোর্স। কোর্স সম্পন্ন শেষে ২১জন উদ্যোক্তার মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।