ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

শাসনবংশ মহাথের’র ১৫তম প্রয়াণ দিবস আজ

প্রকাশ: ২০২২-০৩-০৭ ১৯:২০:৪৪ || আপডেট: ২০২২-০৩-০৭ ১৯:৩২:২৮

 

সিএসবি টুয়েন্টিফোর :

বঙ্গীয় বৌদ্ধদের হিতকামী উখিয়া বৌদ্ধ সমাজের যিনি আলোকবর্তিকা হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন শাসনবংশ মহাথের’র ১৫তম প্রয়াণ দিবস আজ।

১৯২৯ সালে বাঁশখালীর জন্মজাত সন্তান পণ্ডিত শাসনবংশ মহাথের সুদীর্ঘকাল সদ্ধর্ম প্রচার করেছেন। সৃষ্টি করেছেন রেবতপ্রিয়-কুশলায়ন মহাথের সহ বহু জ্ঞানী-গুণী শিষ্য-প্রশিষ্য।

সারাজীবন নিলোর্ভ, নিরহঙ্কারী ও সাদা মনের এই মানুষটি ২০০৭ সালের ৭ মার্চ মৃত্যুবরণ করেছেন। তাঁর প্রয়াণ দিবসে জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র, সংঘরাজ ভিক্ষু সমিতি, বৌদ্ধ সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংঘ মনীষা শাসনবংশের ত্যাগদ্বীপ্ত বৈরাগী জীবনের স্মৃতি মন্থন করে বিবৃতি দিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ উখিয়া শাখার সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

প্রয়াত: গুরুমহ শাসনবংশ মহাথের ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নির্বাণ শান্তি কামনা করে পিএইচডি গবেষণারত বৌদ্ধ ভিক্ষু জ্যোতি কল্যাণ তাঁর ব্যক্তিগত আইডিতে লিখেছেন-

তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে।