ঢাকা, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন’র যাত্রা শুরু

প্রকাশ: ২০২২-০২-০৪ ২৩:১৩:০১ || আপডেট: ২০২২-০২-০৪ ২৩:১৩:০১

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় প্রথমবারের মতো একই ছাদের নিচে দেশি-বিদেশি জেন্টস, কিডস ও স্পোর্টস পণ্যের বিশাল সমাহার নিয়ে যাত্রা শুরু করছে “উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন”।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) উখিয়া হাইস্কুল মাঠের বিপরীতে ইউনিয়ন ব্যাংকের নিচে জুমার নামাজের পরপরই ফিতা কেটে “উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন” এর শুভ উদ্বোধন করেন উখিয়া ব্যবসায়ী সমিতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ সময় জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন শুভ উদ্বোধনের মাধ্যমে তরুণ সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে সাংবাদিক সালাহ উদ্দিন আকাশ। প্রতিষ্ঠানটি তরুণ সমাজের চাহিদা পূরণ ও ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রেখে সমাজে আলো ছড়াবে, আমি উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোনের সফলতা কামনা করছি।

উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন এর প্রোপ্রাইটর এম. সালাহ উদ্দিন আকাশ বলেন, ব্যবসা নয় সেবার উদ্দেশ্য নিয়ে উখিয়ায় প্রথমবারের মতো একই ছাদের নিচে দেশি-বিদেশি আধুনিক জেন্টস, কিডস ও স্পোর্টস পণ্যের বিশাল সমাহার নিয়ে যাত্রা শুরু করছে “উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন”। একজন পুরুষের যা প্রয়োজন সব কিছু আমরা রাখার চেষ্টা করেছি এছাড়াও বাচ্চাদের কাপড়চোপড় এবং খেলাধুলার যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দশ্য চাহিদা পূরণের পাশাপাশি গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা। সবাইকে উখিয়া জেন্টস এন্ড স্পোর্টস জোন ঘুরে যাওয়ার দাওয়াত রইল।

এ সময় উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, কৃষক লীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, এনজিও কর্মকর্তা আসাদুজ্জামান, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মাহমুদুল হক, আমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আমিন, ইসলামি ব্যাংক কর্মকর্তা রফিক উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।