ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়ায় আগামীকাল অনুষ্ঠিত হবে বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২১

প্রকাশ: ২০২২-০১-১৩ ২১:০১:৪৮ || আপডেট: ২০২২-০১-১৩ ২১:১২:৪৬

সিএসবি ডেস্ক।। কক্সবাজারের উখিয়ায় আগামীকাল অনুষ্ঠিত হবে শাসনবংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন কতৃক পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০২১।

আগামীকাল (শুক্রবার) ১৪ জানুয়ারি উখিয়া উপজেলার কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুশলায়ন উচ্চ বিদ্যালয়,রুমখাঁ ত্রিরত্ন উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উখিয়া, রামু ও কক্সবাজারের প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ৪৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানান প্রধান তত্ত্বাবধায়ক জ্যোতি প্রিয় ভিক্ষু।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেজ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের।বোর্ড প্রতিনিধির দায়িত্বে শিক্ষক রত্নসেন বড়ুয়া,শিক্ষক মেধু কুমার বড়ুয়া,শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল। তত্বাবধায়কের দায়িত্বে জ্যোতি প্রিয় ভিক্ষু,জ্যোতি কুশল ভিক্ষু, ঊষা প্রভা বড়ুয়া।

হল সচিবের দায়িত্বে শিক্ষক তুষার বড়ুয়া,সুজন বড়ুয়া,প্রিয়সেন বড়ুয়া। হল সুপারের দায়িত্বে শিক্ষক প্রণব বড়ুয়া,ব্যাংকার সঞ্জয় বড়ুয়া, তাপস বড়ুয়া।

প্রসঙ্গত, জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক কুশলায়ন মহাথের’র গুরুদেব প্রয়াত: শাসনবংশ মহাথের’র স্মরণে ২০০৩ সালে প্রতিষ্ঠা করে সদ্ধর্ম শিক্ষা নিকেতন৷