ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিরণ বিকাশ বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশ: ২০২১-১২-২৮ ২২:৪৫:৫৭ || আপডেট: ২০২১-১২-২৮ ২২:৪৫:৫৭

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিরণ বিকাশ বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আজ। তিনি ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের (অব:) প্রধানশিক্ষক ও ভালুকিয়া গ্রামের প্রয়াত রাধাকান্ত সিকদারের ছেলে।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা কিরণ বিকাশ বড়ুয়া পরলোক গমন করেছেন। (অনিচ্চাবত সংখারা… তেসং বুপো সামো সুখো)।

মৃত্যুকালে তাঁর সহধর্মীনি (অবসরপ্রাপ্ত শিক্ষিকা), পাঁচ সন্তান, নাতি-নাতনী, ছাত্র-ছাত্রী ও পাড়া-প্রতিবেশী সহ অসংখ্য গুণগ্রাহী ছেড়ে গেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও সুধী সমাজের প্রতিনিধিগণ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

পূর্ণ আলোকিত কিরণ বিকাশ বড়ুয়া’র ৩ ছেলে ও ২ মেয়েদের মধ্যে-

১. অনির্বাণ বড়ুয়া, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ), রাঙামাটি সরকারি কলেজ।

২. অপ্সরা বড়ুয়া রিমি, সিনিয়র সহকারী কমিশনার, বাংলাদেশ কাস্টমস্।

৩. সুনির্বাণ বড়ুয়া, যুগ্ন পরিচালক, বাংলাদেশ ব্যাংক- চট্টগ্রাম অফিস।

৪. উর্বশী বড়ুয়া সিমি, সহকারী এ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং সর্বকনিষ্ঠ

৫. সমাপন বড়ুয়া মানু্, সিনিয়র সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ।

উল্লেখ্য আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় তাঁর শেষকৃত্যানুষ্ঠানে মুক্তিযোদ্ধা ইউনিট উখিয়া শাখা, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন কর্তৃক শ্রদ্ধান্জলী অর্পণ, সাড়ে তিন হাতের জাতীয় পতাকা সহকারে আবেগপূর্ণ যন্ত্রশব্দে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।

এহেন গুনীজনের মৃত্যুতে সিএসবি-টুয়েন্টিফোর পরিবার শোকসন্তপ্ত।