ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

সম্প্রীতি সুরক্ষা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ড. জিনবোধি

প্রকাশ: ২০২১-১২-১৭ ১৬:৪৮:১০ || আপডেট: ২০২১-১২-১৭ ১৬:৪৮:১০

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “Nepal International Iconic Award” পদক পেয়েছেন প্রফেসর ড. জিনবোধি মহাথের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর ) বিকেল ৫টার দিকে ঢাকাস্থ সেগুন রেস্টুরেন্ট মিলনায়তনে Nepal Bangladesh Friendship Association কতৃর্ক তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন Nepal Bangladesh friendship Association এর প্রেসিডেন্ট Mr. Dindaya Rijal, Convener Emdadul Haque Taeyab, Former M.P Parliament of Nepal Dr. Banshidhar Mishra প্রমূখ।

উল্লেখ্য যাঁরা নেপালে গিয়ে এওয়ার্ড নিতে পারেননি তাদের জন্য এই আয়োজন করে পুরস্কারের ব্যবস্থা করা হয়।