ঢাকা, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

মানুষের মুখ বন্ধ করতে পারবো না, নিজেদের কান বন্ধ রাখতে হবেঃ মুমিনুল হক

প্রকাশ: ২০২১-১১-২৫ ১৮:৪৮:৪২ || আপডেট: ২০২১-১১-২৫ ১৮:৪৮:৪২

স্পোর্টস ডেস্কঃ

সমালোচনায় নিজেদের কান বন্ধ রাখতে বলেছেন মুমিনুল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টানা হারের গ্লানি নিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের প্রথমটি শুরু হবে শুক্রবার। সমালোচনার মুখে পড়া বাংলাদেশ দল কি পারবে টেস্টে ঘুরে দাঁড়াতে? নাকি এই ফরম্যাটেও ভেঙে পড়বে। টেস্ট অধিনায়ক মুমিনুল অবশ্য এসব সমালোচনায় নিজেদের কান বন্ধ রাখতে বলেছেন।

বাংলাদেশকে নিয়ে নেতিবাচক ভাবার কারণ চট্টগ্রামে শেষ দুই টেস্টের ফল। এই মাঠে সর্বশেষ দুটি টেস্টের ফলাফল বাংলাদেশের পক্ষে নেই। এই ভেন্যুতেই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর গত ফেব্রুয়ারিতে নিশ্চিত জয়ের ম্যাচটি ক্যারিবীয়দের কাছে হেরেছিল ৩ উইকেটের ব্যবধানে! তবে এসব নেতিবাচক সব তথ্য আড়াল করে বাংলাদেশ দল তাকিয়ে আছে নিজেদের ভাগ্য বদলের মিশনে। সেজন্য মানুষের কথায় কান না দিয়ে নিজেদের কাজেই ফোকাস রাখছেন মুমিনুলরা।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস রাখতে।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরও বলেছেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় নিজের কানটা বন্ধ করতে হবে।’

সিএসবিটুয়েন্টিফোর ২৫/১১,