ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

প্রকাশ: ২০২১-১১-১২ ১৭:০৮:৩১ || আপডেট: ২০২১-১১-১২ ১৭:০৮:৩১

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্পিন ঘার জেলার একটি মসজিদে শুক্রবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা অটল শিনওয়ারি জানান, দুপুর দেড়টার দিকে বিস্ফোরণ ঘটে।

হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়ার কথা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিনওয়ারি জানান, মসজিদের ইমামসহ ১২ জন আহত হয়েছেন। আরেক বাসিন্দা জানান, ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।

তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মসজিদে বোমা হামলার ঘটনা ঘটছে। আগের হামলাগুলো শিয়া সম্প্রদায়ের মসজিদে চালানো হলেও এবার সুন্নি মুসলিমদের মসজিদে বিস্ফোরণ ঘটেছে। শিয়া মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।