ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে কক্সবাজারে বিএমএসএফ’র জরুরী সভা

প্রকাশ: ২০২১-১০-১৬ ১০:০৮:৪২ || আপডেট: ২০২১-১০-১৬ ১০:০৮:৪২

 

প্রেস বিজ্ঞপ্তি:

আগামী ১৭ অক্টোবর রবিবার দেশব্যাপী সকল জেলা ও উপজেলার ন্যায় প্রধানমন্ত্রী বরাবরে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী বাস্তবায়নে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে কক্সবাজার মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ১২২ কোড এর জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিযাত রেস্তোঁরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী বাস্তবায়নে জরুরী মিটিং অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফএর কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মিজানুর রশীদ মিজান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফএর কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক
কায়ছার ইকবাল চৌধুরী৷

উক্ত জরুরী সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহসভাপতি রেজাউল করিম, অর্থ সম্পাদক জাহেদ হোসেন , দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম সাগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পূর্ণ বর্ধন বড়ুয়া, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, বিএমএসএফ উখিয়া উপজেলার আহবায়ক কাজী বাঁচ্চু, কার্যনির্বাহী সদস্য ছুরত আলম, জসিম উদ্দীন চৌধুরীসহ প্রমুখ।