ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

রফিকুল মন্টু আন্তর্জাতিক পরিবেশ সম্মাননা পাওয়ায় বিএমএসএফ’র অভিনন্দন

প্রকাশ: ২০২১-১০-০২ ১৮:৪৩:৩৪ || আপডেট: ২০২১-১০-০২ ১৮:৪৪:০৩

ঢাকা, শনিবার, ২ অক্টোবর, ২০২১: উপকূলীয় মানুষের কস্ট, জীবন, অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিক রফিকুল মন্টুকে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পুরস্কৃত করায় বিএমএসএফ’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে পরিবেশবাদী প্রতিষ্ঠান WeNaturalists এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল মন্টুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।

এবছর বিশ্বের ৯ ব্যক্তিত্ব People of Nature Award 2021 পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে৷ এতে বাংলাদেশের রফিকুল মন্টু স্টোরিটেলার’ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন৷ উপকূল নিয়ে নিবিড়ভাবে কাজ করা, উপকূলের মানুষের গল্পগুলো দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরে আসছেন দীর্ঘদিন ধরে। বিষয়টি We Naturalists-এর নজরে পড়ায় তাঁকে পুরস্কারের জন্য গঠিত বিচারকমন্ডলী ‘স্টোরিটেলার’ ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত করেন৷

পহেলা অক্টোবর রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়৷ তবে অনুষ্ঠানের আগেই পুরস্কারের ট্রফি, সনদ এবং প্রাইজ মানি ১০০০ ইউএস ডলার পুরস্কারপ্রাপ্তদের কাছে প্রেরণ করা হয়৷

শনিবার বিএমএসএফ’র কাছে দেয়া এক বিবৃতিতে রফিকুল মন্টু বলেন, প্রথমবারের মত পাওয়া আমার এই আন্তর্জাতিক সম্মাণনা বাংলাদেশের উপকূলবাসীর প্রতি নিবেদন করলাম৷