ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে কমরুদ্দিনকে অপসারণ

প্রকাশ: ২০২১-০৯-২০ ২১:১৬:১৮ || আপডেট: ২০২১-০৯-২০ ২১:১৬:১৮

 

সংবাদ বিজ্ঞপ্তি:

উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্নসাতের অভিযোগে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে উখিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে কমরুদ্দিন মুকুলের সাধারণ সদস্য পদও স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, উখিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদকে কমরুদ্দিন মুকুলের বিরুদ্ধে আনীত অভিযোগের তথ্য প্রমানসহ লিখিত ভাবে হস্তান্তর ও অবহিত করেন উখিয়া প্রেসক্লাবের বর্তমান কার্যনিবাহী কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ উখিয়া প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কার্যকরী কমিটিকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, কমরুদ্দিন মুকুলের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ তদন্ত কমিটির মাধ্যমে তদন্তাধীন রয়েছে।

উখিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়।