ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

এতোদিন পরর ভিড়াত আইস্সিলাম ॥ হাসিনা সরকার আঁরারে জাগাসহ ঘর দিয়ে (ভিডিও)

প্রকাশ: ২০২১-০৬-২০ ১৭:০১:৪৩ || আপডেট: ২০২১-০৬-২১ ০০:৩৯:৫৭

 

পলাশ বড়ুয়া॥
“আঁত্তুন বাপর দিন্না সম্পত্তিও নাই, মা’র দিন্না সম্পত্তিও নাই। পরর ভিড়াত আইস্সিলাম এতোদিন। হাসিনা সরকারে আঁরে এক্কান ঘর দিয়ে। আই বেশি গরি দোয়া গরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লায়।”

মুজিববর্ষের ঘর ও জমির দলিল প্রদান অনুষ্ঠানে এসে আবেগাপ্লুত হয়ে কথা গুলো বলছিলেন ষাটোর্ধ্ব মো: কালু। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

তিনি বলেছেন, এতোদিন তার নিজস্ব মাথা গোঁজার ঠাঁই ছিলোনা। প্রধানমন্ত্রীর দেয়া একখন্ড জমি ও ঘর পেয়ে অনেক খুশি তিনি।

একই কথা বলেন, আনোয়ার ইসলাম নামে এক দৃষ্টি প্রতিবন্ধী। ঘর পেয়ে হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃত আলী আহমদের বিধবা স্ত্রী ছখিনা খাতুন।

রবিবার (২০জুন) সকাল ১১টায় সারাদেশের একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দ্বিতীয় ধাপে মুজিববর্ষের গৃহহীন-ভুমিহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার দ্বিতীয় ধাপে কক্সবাজারের উখিয়ার ১১০ গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে ২৩ জানুয়ারি প্রথম ধাপে ৩৫ ভুমি ও গৃহহীনকে জমির কবুলিয়ত দলিল ও ঘর প্রদান করা হয়।

এতোদিন পরর ভিড়াত আইস্সিলাম ॥ হাসিনা সরকার আঁরারে জাগাসহ ঘর দিয়ে (ভিডিও)

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী প্রমুখ। ভিডিও লিংক :-

https://fb.watch/6fgKXpBYZc/