ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

চিকিৎসার জন্য অর্থ সহায়তা পেলেন সাংবাদিক আব্দুল জবার

প্রকাশ: ২০২১-০৫-২৮ ২৩:১৬:২৪ || আপডেট: ২০২১-০৫-২৮ ২৩:১৮:২২

মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
দৈনিক করতোয়া পত্রিকার নওগাঁর মান্দা উপজলা প্রতিনিধি আব্দুল জব্বারকে চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ৫০ হাজার টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি টেলিকনফারেন্সে বক্তব্য দেন।

টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

এসময় মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চদ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক ডিএম শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে পিআইবির মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজদ বলেন, অসহায় ও দুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তাঁর অনুদানই অসহায় সাংবাদিকদের সহায়তা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মেরুদন্ডের সমস্যাসহ বিভিন জটিল রোগে ভুগছিলেন। বাংলাদশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনের প্রেক্ষিত তাঁকে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।