ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

কবি হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুতে কক্সবাজার সাহিত্য একাডেমির শোক

প্রকাশ: ২০২১-০৫-২৫ ১০:১০:১৯ || আপডেট: ২০২১-০৫-২৫ ১০:১০:১৯

বার্তা পরিবেশক ॥
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছে কক্সবাজার সাহিত্য একাডেমি।

শিল্প সাহিত্য সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব কবি হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুতে একাডেমির কর্মকর্তাবৃন্দ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

বিবৃতিদাতাদের মধ্যে সভাপতি লোকজ গবেষক, সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, অনুবাদক, কবি রুহুল কাদের, বাবুল, সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক, বিশিষ্ট ছড়াকার মো: নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কক্সবাজার
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বিশিষ্ট গল্পাকার, কবিসোহেল ইকবাল, অর্থ সম্পাদক কক্সবাজার ল্যাবেরটরি স্কুলের অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও কবি মোহাম্মদ আমিরুদ্দীন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক
কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, কবি শামীম আকতার, অফিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ
বেতার কক্সবাজারের বার্তা সম্পাদক (অনুবাদক) কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা সাংবাদিক আজাদ মনসুর।

নির্বাহী সদস্য মনোনিত হয়েছেন যথাক্রমে, কক্সবাজার আইন কলেজের অধ্যাপক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী শামসুল আলম, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার সিনিয়র কর্মকর্তা, বিশিষ্ট গীতিকার-সুরকার, কবি ছড়াকার ও শিল্পী নুরুল আলম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি কল্লোল দে, চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও কবি তৌহিদা আজিম, কক্সবাজার মডেল কেজি স্কুলের শিক্ষক, বিশিষ্ট ছড়া এইচ এম জহিরুল ইসলাম (জহির ইসলাম) ও কবি ফোরকান আরা বেগম জোৎস্না(জোৎস্না ইকবাল)।

কবি হাবিবুল্লাহ সিরাজীর মৃত্যুতে সাহিত্যিকদের তথা দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর শূণ্যতা পূরণ হবার নয়।