ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়ায় ৩৩ পরিবারকে খাসজমি, নতুন কাপড় ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০২১-০১-১৭ ১৭:৪২:৩১ || আপডেট: ২০২১-০১-১৭ ১৭:৪২:৩১

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ৩৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে খাসজমি বরাদ্ধ, নতুন কাপড় ও শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

এ সময় ইউএনও বলেন, ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে উখিয়া উপজেলায় পর্যায়ক্রমে ১০০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতক করে খাসজমি বরাদ্দ দিয়ে সেই জমিতেই সরকারি খরচে ঘর তৈরী করে দেয়া হবে।

১৭ জানুয়ারি প্রথম পর্যায়ে সরকারের পক্ষে জেলা প্রশাসক এর প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন এসব কবুলিয়ত সম্পাদন করেন।

আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে জমির কবুলিয়ত, খতিয়ান ও ঘর হস্তান্তর করার কথাও জানিয়েছেন উপজেলা প্রশাসন।