ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশ: ২০২১-০১-১০ ২১:৩২:৩৩ || আপডেট: ২০২১-০১-১০ ২১:৩২:৫৭

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় উখিয়া কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অজিত দাশ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু।

কারণ পাকিস্তান বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুকে জেলে আটকে রাখলে তার জনপ্রিয়তা আরো বেড়ে যাচ্ছিলো।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জালাল আহমদ প্রমুখ।