ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

‘লোশক’ নামে কল্পনা নির্ভর ধর্মীয় বিদ্বেষপূর্ণ বই লেখক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২০২০-০৮-১৩ ০৪:১৫:১৯ || আপডেট: ২০২০-০৮-১৩ ০৪:১৬:০৯

সিএসবি২৪ রিপোর্ট:

বাতিঘর প্রকাশনীর প্রকাশিত সালেহ আহমেদ মুবিনের লেখা ‘লোশক’ নামের কল্পনা নির্ভর “অতিপ্রাকৃত ও ভৌতিক” বিভাগের এই বইটির বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম- ১, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রূপায়ন কান্তি চৌধূরী বাদী হয়ে ফোজদারী আইনের ৫০০/ ৫০১/৫০৪ ধারায় প্রথম মামলাটি দায়ের করেন।

মামলায় বাতিঘর প্রকাশনীর স্বত্বাধিকারী দীপংকর দাশ ও বিতর্কিত বই ‘লোশক’ এর লেখক সালেহ আহমেদ মুবিন বিবাদী করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ প্রদান করেন ।

এ সময় এডভোকেট প্রতীত বড়ুয়া জনি , এডভোকেট সুবীর বড়ুয়া, এডভোকেট দেবাশীষ বড়ুয়া, এডভোকেট রিগ্যান বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের বাতিঘর নামে প্রতিষ্টানটি  মহামানব গৌতম বুদ্ধের জীবনকে বিকৃত রূপে উপস্থাপন করে বই বিক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিকৃত পোষ্ট দিয়ে প্রচারণা করে।

এ নিয়ে ১০ আগস্ট সকালে কান্ডজ্ঞানহীন লেখকের ধর্মীয় বিদ্বেষপূর্ণ বইটি নিষিদ্ধ ঘোষণাসহ লেখকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব এস. লোকজিৎ ভিক্ষু। এরপর থেকে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।