ঢাকা, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

মালয়েশিয়াপ্রবাসী শ্রমিকের ‘চোখ’ নিয়ে ইন্টারনেটে ঝড়

প্রকাশ: ২০১৯-০৩-২৬ ১৪:২২:৪৬ || আপডেট: ২০১৯-০৩-২৬ ১৪:২২:৫১

অনলাইন ডেস্ক: বাংলাদেশি এক নির্মাণশ্রমিকের আশ্চর্য সুন্দর চোখ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশি ওই প্রবাসী শ্রমিকের নাম জানা যায়নি। তবে অনেকেই তাকে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে তুলনা করেছেন।

২৫ মার্চ, সোমবার মালয়েশিয়ার সংবাদমাদ্যম স্টার অনলাইন ওই শ্রমিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই ফটোগ্রাফারের মতে, ওই শ্রমিকের কাটা-কাটা চোখের নিঁখুত চাহনি এক অসাধারণ সুন্দর পোর্ট্রেটের সৃষ্টি করেছে।

আবেদেন মুং ছবিটি জালান আইপোর কাছে এমআরটি নির্মাণ প্রতিষ্ঠান থেকে ধারণ করেছিলেন বলে জানিয়েছেন টুইটে। 

এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার বার রিটুইট হয়েছে টুইটারের পোস্টটি এবং প্রায় ৭০ হাজার লাইক পেয়েছে। টুইটে মুং ছবিটি তোলার গল্পও শেয়ার করেছেন।

মুং মনে করেন, এই ধরনের চোখের রং এর আগে দেখা যায়নি।

বাংলাদেশি ওই যুবকের ছবি ভাইরাল হওয়ায় মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটিতে আলোচনার ঝড় বইছে।