ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

রত্নাপালংয়ের ওবাইদ চৌধুরীর প্রতি লিগ্যাল নোটিশ

প্রকাশ: ২০১৬-০৯-২৭ ২২:০২:১৪ || আপডেট: ২০১৬-০৯-২৭ ২২:০২:১৪

obaide-chyপ্রাপক : ওবাইদ চৌধুরী, পিতা- মৃত মোক্তার আহমদ চৌধুরী, সাং- ৮নং ওয়ার্ড, রত্নাপালং, উপজেলা-উখিয়া, জেলা- কক্সবাজার। —————– লিগ্যাল নোটিশ গ্রহীতা।

প্রেরক : মো: সেলিম, পিতা- আসহাব উদ্দিন বাবুল, সাং- ৮নং ওয়ার্ড, রত্নাপালং, উপজেলা- উখিয়া, জেলা- কক্সবাজার। এর পক্ষে-মো: হুমায়ুন কবির চৌধুরী, এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার।
——— লিগ্যাল নোটিশ গ্রহীতা।

জনাব,
আমি আমার মক্কেল কর্তৃক অনুরুদ্ধ ও ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করছি যে, আপনি আমার মক্কেলের পূর্ব পরিচিতি লোক হন।

আমার মক্কেল আপনি নোটিশ গ্রহীতার নিকট হতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পাওনা হলে, উক্ত পাওনা টাকার বিপরীতে আপনি আমার মক্কেলকে ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: কোটবাজার (১০৫২২০২২২) শাখার আপনার নামীয় হিসাব নং- ০০১২২০০২০১৬৪ এর ইস্যুকৃত ঋঝওই/গঝউ-অ৩৩৯৩২১৩ নং চেকে নিজে/সেলিম ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা লিপি করে বিগত ২৮/৮/২০১৬ইং তারিখ আমার মক্কেলের বরাবরে একখানা চেক প্রদান করেন। আমার মক্কেল যথারীতি আপনার প্রদত্ত চেকখানা নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিল উল্লেখে বিগত ২৯/৮/২০১৬ইং তারিখ ডিসঅনার পূর্বক চেকখানা ফেরত প্রদান করেন। আমার মক্কেলের উক্ত বিষয়টি আপনাকে অবহিত করার পরও আমার মক্কেলের পাওনা টাকা পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নাই। এতে আমার মক্কেলের মনে ধারণা জন্মিবার যথেষ্ট কারণ রয়েছে যে, আপনার হিসেবে পর্যাপ্ত তহবিল নেই জেনেও প্রতারণার উদ্দেশ্যে উক্ত চেক প্রদান করত: আমার মক্কেলের সমুদয় পাওনা টাকা আত্মসাৎ করেছেন। তাই অত্র নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আমার মক্কেলের প্রাপ্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধের জন্য আপনাকে অনুরোধ করা গেল। অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

বিষয়টি অতীব জরুরী।

ধন্যবাদান্তে-
মো: হুমায়ুন কবির চৌধুরী
এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার

legal-notice

বি:দ্র: ২৩ সেপ্টেম্বর ২০১৬ইং তারিখের স্থানীয় দৈনিক হিমছড়ি পত্রিকায় প্রকাশিত কপি সংযুক্ত।