ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ফেলানীকে নিয়ে গান

প্রকাশ: ২০১৩-০৯-১৮ ১৪:১৬:৩৬ || আপডেট: ২০১৩-০৯-১৮ ১৪:১৬:৩৬

01 Felani_Imtiazসিএসবি বিনোদন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর ॥
’ফেলানীকে করল গুলি, ছুড়ল কাঁটাতারে/পানির তৃষ্ণায় মরল সে পানি পানি করে/দেখল তার অভাগা বাবা শুধুই ফিরে ফিরে/ফেলানী তোর কে বলে কেউ নাই/এই তো আছি আমরা সবাই শুধু করার কিছু নাই’- এমন কথায় বিএসএফের গুলিতে সীমান্তে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীকে নিয়ে গান বাঁধলেন গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গনটির কথা লিখেছেন গীতিকার মাহবুবুল এ খালিদ, সুর ও সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরই মধ্যে গানটিতে এককভাবে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রাজিব ও সামিনা চৌধুরী। আরো একজন নবীন শিল্পীরও গানটিতে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।

গানটি প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘ফেলানী হত্যার ঘটনায় আর সবার মতো আমরাও ব্যথিত। গানটির মাধ্যমে আমরা নীরব একটা দুঃখ প্রকাশ করতে চেয়েছি। এমন ঘটনা যেন পৃথিবীর আর কোথাও না ঘটে।’

তিনি আরো জানান, এটা একটি ভার্চুয়াল গান। তাই একাধিক শিল্পীকে দিয়ে গানটি গাওয়ানো হচ্ছে। পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ফেলানীর বিভিন্ন ছবি ও নিউজ কাটিং নিয়ে গানটির একটি ভিডিও বানানো হবে। দু-তিন দিনের মধ্যেই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হবে।