ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রকাশিত সংবাদের (আংশিক) প্রতিবাদ

প্রকাশ: ২০১৪-১১-০৮ ১৯:১৯:৪৩ || আপডেট: ২০১৪-১১-০৮ ১৯:৫৭:৪২

images
গত ১৩ সেপ্টেম্বর ও ৭ নভেম্বর ২০১৪ইং দৈনিক হিমছড়ি সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে “উখিয়ায় উপকুল জুড়ে তেল পাচারের বাণিজ্য, সিন্ডিকেটে মানবপাচার” ও “উখিয়া-টেকনাফ উপকূলে অদম্য মানবপাচার : নেপথ্যে অবৈধ তেল বাণিজ্য” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকৃত অর্থে সমাজের চিহ্নিত কুচক্রীলোক চোয়াংখালী গ্রামের জন্নাতুল বকেয়া সেন্টার শিরোনামে কথিত তেল ব্যবসায়ী আব্দু রহিম নিজের দোষ অন্যের কাঁধে চাপানোর জন্য খুঁচরা ব্যবসায়ীদের প্রতি ইর্ষান্বিত হয়ে সংবাদদ্বয়ে মানবপাচারের মত ঘৃণ্য কর্মকান্ডে আমাদেরকে তেল সরবরাহকারী হিসেবে চিহ্নিত করে মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট সংবাদ পরিবেশন করে। যা সমাজে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করার মত অপচেষ্টার সামিল। আমরা নি¤œ স্বাক্ষরকারী এহেন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও (আংশিক)প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংবাদকর্মী ভাইদেরকে আগামীতে তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

প্রতিবাদকারী-
১। মৌলভী খলিল, পিতা- নুরুল ইসলাম প্র: নুর পুতু
২। আবু তাহের, পিতা- মৌলভী হাছন
৩। নুরুল ইসলাম, পিতা- মৃত বদিউর রহমান
৪। মঈনুল হক সওদাগর, পিতা- এখলাছ মেম্বার
৫। রফিক সওদাগর, পিতা- কালু, স০র্বসাং- মনখালী, উখিয়া, কক্সবাজার।