ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ৯ নভেম্বর

প্রকাশ: ২০১৪-১০-২৬ ১৬:১৩:১৬ || আপডেট: ২০১৪-১০-২৬ ১৬:১৩:১৬

46677_kh
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ই নভেম্বর। আজ হরতালের কারণে মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে না পারায় পরবর্তী তারিখ নির্ধারণের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। এরপরই বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ৬ই নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯শে মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদেশ দেয় বিচারক বাসুদেব রায়ের আদালত। এরপর এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট এ আবেদন খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।