ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

দুদকের জালে উখিয়ার কর্মসৃজন প্রকল্প

প্রকাশ: ২০১৪-১০-২৪ ১১:০১:৩২ || আপডেট: ২০১৪-১০-২৪ ১১:০১:৩২

Ukhiya Pic 22.10.2014
এম বশর চৌধুরী, উখিয়া::
উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের বাস্তবায়িত অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী কর্মসৃজনে ৫৯টি প্রকল্পের বরাদ্দকৃত ৪ কোটি ১৯ লক্ষ টাকার অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেছেন উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন কমিশন দুদকের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত টিম। গত ৩দিন ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক পর্যায়ে ৫টি ইউনিয়নের ২০টি প্রকল্প সরেজমিন তদন্তকালে ব্যাপক অনিয়ম ও লুটপাটের চিত্রের অনুসন্ধান বের করার জন্য তদন্ত কাজ গত বুধবার সম্পন্ন করেছেন। দুদকের গঠিত তদন্ত টিমের প্রধান ও চট্টগ্রাম অঞ্চলের সহকারী উপ-পরিচালক মোঃ শফিউল¬াহ সাংবাদিকদের জানান, তদন্তকালে কর্মসৃজন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমান পাওয়া গেলে দুদক বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের করা হবে। তবে এক্ষেত্রে প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়ার উপর নির্ভর করবে অনিয়ম ও দুর্নীর ধরন।

উখিয়া প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থ বছরে খাদ্য ত্রাণ ও দুর্যোগমন্ত্রাণালয় উখিয়ার ৫টি ইউনিয়নে ৫৯টি কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন করা হয়। উক্ত প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ১৯ লক্ষ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিস উক্ত প্রকল্প গুলো ইউনিয়ন কমিটির মাধ্যমের সম্পন্ন করেছে। এদিকে কর্মসৃজনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান সিকদার দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ উর্ধ্বতন প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।