ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের ৬০ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশ: ২০১৪-১০-২১ ২২:৪৪:৫৩ || আপডেট: ২০১৪-১০-২১ ২২:৪৪:৫৩

Image-UNO
মো. রেজাউল করিম,ঈদগাঁও::
ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নগদ ৬০হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। সদর উপজেলা প্রশাসন কর্তৃক ২১ অক্টোবর ২ঘন্টা ব্যাপী এ অভিযান চালানো হয় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।
উপজেলা প্রশাসনসূত্র জানায়, মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের নেতৃত্বে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ঈদগাঁও বাজারে আকস্মিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ২৬টি দোকান থেকে নগদ ৬০হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। রড,সিমেন্ট,টিন,জুয়েলারী ও অন্যান্য দোকানপাটে প্রশাসনের ডিলিং সনদপত্র না থাকায় উক্ত জরিমানা আদায় করা হয় বলে জানান সংশ্লিষ্ট ইউএনও। যে সব দোকান পাট থেকে জরিমানা আদায় করা হয় সে সব দোকানের মধ্যে রয়েছে সোহেল এন্ড ব্রাদার্স, রশিদ এন্টারপ্রাইজ, হিরা পাইপ এন্ড ফিল্টার্স, রহিম গ্লাস হাউস, ইব্রাহিম এন্ড ব্রাদার্স, জহির এন্টারপ্রাইজ, ভাই ভাই ট্রের্ডাস, কামাল এন্ড ব্রাদার্স, লক্ষী রাণী জুয়েলার্স, মডার্ণ ডিপো জুলেলার্স, মর্ডাণ মুক্তা জুলেয়ার্স, সৌদিয়া স্বর্ণ বিতান, আল মদিনা স্বর্ণ বিতান, অনপনা জুয়েলার্স, জয় বিজয় জুয়েলার্স, গ্রামীণ জুয়েলার্স, লক্ষী জুয়েলার্স, জগন্নাৎ জুয়েলার্স, উজজ্বল জুয়েলার্স, গোল্ড ফ্যাশন, মোছেন আউলিয়া জুয়েলার্স, রূপসী জুয়েলার্স, জননী জুয়েলার্স, নিউ লক্ষী জুয়েলার্স, চন্ডীমা জুয়েলার্স, জিসান জুয়েলার্স প্রভৃতি। অভিযানে সহায়তা করেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল।