ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

খালেদার বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২০১৪-১০-২১ ১২:২৬:৩৬ || আপডেট: ২০১৪-১০-২১ ১২:২৬:৩৬

46677_kh
২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টির লক্ষ্যে বক্তব্য দেয়ার অভিযোগ এনে সিএমএম আদালতে নালিশি মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আজ সকালে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হয়। মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রওশন আরা শিকদার ডেইজি ।
মামলার এজাহারে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া রাজধানীর শাহবাগ থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ই গত অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে নানা কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।