ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ভারতীয় ৩ চ্যানেল বন্ধে হাইকোর্টের রুল

প্রকাশ: ২০১৪-১০-১৯ ২১:৫০:০২ || আপডেট: ২০১৪-১০-১৯ ২১:৫০:০২

46396_ne
সিএসবি২৪ ডটকম ॥
বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। ওই চ্যালেন তিনটি হল, স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা।