ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া আ’লীগের সম্মেলন ফের অনিশ্চয়তায়

প্রকাশ: ২০১৪-১০-১৭ ২১:১৩:৪৫ || আপডেট: ২০১৪-১০-১৭ ২১:১৩:৪৫

images12
ইমরান জাহেদ::
উখিয়া উপজেলা আ’লীগের এক জরুরী সভা শুক্রবার বিকাল ৩ টায় উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সভাপতি এড. একে আহাম্মদ হোছাইন বলেছেন, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বর্তমানে কারান্তরিন থাকায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৫ অক্টোবর উখিয়া উপজেলা আ’লীগের সম্মেলন করা অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, সংসদ সদস্য জামিনে মুক্ত হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পুণরায় দিনক্ষণ ঠিক করে ঝাঁকজমক পূর্ণ পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আবদুর রহমান বদি’র মুক্তি আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সিআইপি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলন করতে গিয়ে বিরোধী দল যাতে সমালোচনা করার সুযোগ না পায় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করলে সাধারণ জনগণের চলাফেরায় বাধাগ্রস্থ হয়, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই অবরোধ ছাড়া যেকোন শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে আবদুর রহমান বদির আশুমুক্তির আন্দোলন করার জন্য আহ্বান জানানো হয়।

উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল ফজল মেম্বার প্রমুখ। সভায় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।