ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর বহিঃস্কারাদেশ স্থগিত

প্রকাশ: ২০১৪-১০-১৬ ২২:১৫:২৩ || আপডেট: ২০১৪-১০-১৬ ২২:২৩:১১

sarwar-jahan-chy-300x214
রফিক মাহামুদ::
উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর সাময়িক বহিস্কারাদেশ স্থগিত আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। বুধবার সুপ্রিমকোর্টের এ্যাপেলিট বিভাগের বিচারপতি এম.এ ওয়াহাব মিয়া এ আদেশ দেন। যার আদেশ নং-১১১৮/২০১৪ইং। উক্ত স্থগিত আদেশ পাওয়ায় ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ চৌধুরী দায়িত্বপালনে আর কোন আইনগত বাঁধা নাই এমন কথা জানালেন বাদীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উখিয়া বৌদ্ধ মন্দির ভাংচুর ও হামলা মামলায় অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে সাময়িক বহিঃস্কারাদেশ প্রদান করেন। যার স্মারক নং ৪৬.০৪৬.০২৭.০০.৩৭৫.২০১৪-৮০৯। উক্ত বহিঃস্কারাদেশের বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বাদী হয়ে হাইকোর্টে রীটপিটিশন দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত ব্যঞ্চ উক্ত রীটপিটিশন হারিজ করে দেয়।

এদিকে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে উক্ত বহিঃস্কারাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের এ্যাপেলিট বিভাগের সিএমপি পিটিশন দায়ের করেন। যার নং-১১১৮/২০১৪। গত বুধবার উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারীকৃত বহিঃস্কারাদেশের বিরুদ্ধে স্থগিত আদেশ প্রদান করা হয়। সুপ্রিমকোর্টের এ্যাপেলিট বিভাগের একক ব্যঞ্চের বিচারপতি এম.এ ওয়াহাব মিয়া এ আদেশ দেন। ভাইস চেয়ারম্যান সুলতান মাহ্মুদ চৌধুরীর পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন আইন বিশেজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকারের পক্ষে ছিলেন এর্টনি জেনারেল মাহাবুবে আলম।

এব্যাপারে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি উচ্চ আদালতে স্থগিত আদেশ লাভ করায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তবে ব্যারিস্টার রফিকুল হকের চেম্বারে ব্যস্ত থাকায় বিস্তারিত কথা বলতে পারেনি।

এ প্রসংগে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে জানতে চাওয়া হলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিঃস্কারাদেশের বিপক্ষে সুপ্রিমকোর্টের একটি স্থগিত আদেশ নামা গত কাল বৃহস্পতিবার হাতে পেয়েছেন বলে সত্যতা স্বীকার করেছেন।