ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বদি’র মুক্তির আন্দোলন নিয়ে লুকোচুরি খেলা

প্রকাশ: ২০১৪-১০-১৪ ২২:২৯:১৭ || আপডেট: ২০১৪-১০-১৪ ২২:২৯:১৭

images12
শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি’র মুক্তি আন্দোলন নিয়ে উখিয়া উপজেলা আওয়ামীলীগের লুকোচুরি খেলা। অনেকটা দায় সারা ভাবে গত ১৩ অক্টোবর কোটবাজার ষ্টেশনে উখিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে অধিকাংশ ইউনিয়নের সভাপতি/সম্পাদক অনুপস্থিত ছিল। এছাড়াও উপজেলার আওতাধীন ৪৫ ওয়ার্ডের সভাপতি/ সম্পাদককে দেখা যায়নি। উপস্থিত নেতাকর্মীরা নাম প্রকাশ করার শর্তে বলেন, সরকারী দল আওয়ামীলীগ এখন অনেকটা বিরোধীদলের ভুমিকা পালন করছে। দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির নামে পোষ্টার ও ব্যানার না করায় দুঃখ প্রকাশ করেন। বিগত ৬ বছরেও দলীয় এমপি কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পেয়েছিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। তাঁর অর্ধেকও ব্যয় করেনি নেতাকর্মীরা। অনেকেই বলেছেন, এটা এমপি মহোদয়কে খুশি করার জন্য এ সমাবেশ। এই জন্য কক্সবাজার থেকে বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স মিডিয়া ভাড়া করে এনেছিল। কারণ এমপি মহোদয় জামিনে আসলে তাদের ভিডিও ফুটেজ দেখাতে এ নাটক। এ সমাবেশে কোন মঞ্চসজ্জা করা হয়নি। অনুসন্ধানে জানা গেছে, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বরাদ্দকৃত টিআর কাবিখা নেওয়ার জন্য অনেকেই রাস্তা আন্দোলন করতে নেমে পড়েন। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর মুঠো ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।