ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

খালেদার দুর্নীতি মামলায় আপিল শুনানি ২৭ নভেম্বর

প্রকাশ: ২০১৪-১০-১৪ ১৫:১৬:৩৬ || আপডেট: ২০১৪-১০-১৪ ১৫:১৬:৩৬

45594_khla
সিএসবি২৪ ডটকম ॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রিট খারিজ আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি আগামী ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে। আজ চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর আগে এই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া রিট করলে হাইকোর্টে তা খারিজ হয়ে যায়। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন তিনি। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এড. খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।