ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

উখিয়া-টেকনাফ অচলের হুমকিতে এমপি বদির মুক্তি দাবী

প্রকাশ: ২০১৪-১০-১৩ ১৯:৩৩:০৫ || আপডেট: ২০১৪-১০-১৩ ২১:২৪:৫২

UKHIYA PIC 13.10.2014
সিএসবি২৪ ডটকম ॥
উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারামুক্তি না দিলে উখিয়া-টেকনাফ অচল করে দেওয়া হবে। বক্তারা বলেন, দেশের অন্যতম একজন দানশীল সাংসদ হিসেবে পরিচিত আব্দুর রহমান বদি ষড়যন্ত্রের শিকার হয়ে দুদকের মামলায় কারান্তরিন হয়েছে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বক্তারা আরও বলেন, উখিয়া-টেকনাফে অগণিত নারী পুরুষ সাংসদের মুক্তির দাবীতে সোচ্ছার হয়েছে। সাংসদের মুক্তির জন্য মন্দির, মসজিদ, গির্জা ও উপসানালয়ে দোয়া কামনা করা হচ্ছে। ঘরে ঘরে হতদরিদ্র মা-বোনদের মাঝে কান্নার রোল উঠেছে। তাই সর্বোচ্চ আদালতের উচিত বিশেষ বিবেচনার মাধ্যমে সাংসদ আব্দুর রহমান বদিকে অচিরেই জামিনে মুক্তি দেওয়া। তা না হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আব্দুর রহমান বদিকে মুক্ত করে আনারও হুশিয়ারী উচ্চারণ করা হয়। গতকাল সোমবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদুল হক চৌধুরী, জেলা আ’লীগের সদস্য আবুল মনসুর চৌধূরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা. হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান আমিনুল হক আমিন, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা যুবলীগ নেতা মাহাবুবুল আলম মাহাবুব, এডভোকেট খাইরুল আমিন, অধ্যাপক হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবুল ফজল মেম্বার, আ’লীগ নেতা এম এ মনজুর, ফজল কাদের চৌধুরী ভুট্টো, ছাত্রলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ নোমান, যুবলীগ নেতা রাশেল উদ্দিন সুজন। বক্তারা সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির জন্য সদ্য ঘোষিত আব্দুর রহমান বদি মুক্তি পরিষদের ব্যানারে পরবর্তী কর্মসূচী ঘোষনা করবেন বলেও মন্তব্য করেন।