ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : মির্জা ফখরুল

প্রকাশ: ২০১৪-১০-১০ ১৯:৪৫:৫৭ || আপডেট: ২০১৪-১০-১০ ১৯:৪৫:৫৭

image_47869.mirza-fakhru (4)
সিএসবি২৪ডটকম ॥
বর্তমান অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে, যে কোন সময় নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তারা মিথ্যার ওপর ঠিকে আছে। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার কোন বৈঠক হয়নি। সেটা ছিল শুধু ফটোসেশন। কোন আলোচনা হয়নি। কোন দেশই এই অবৈধ সরকারকে স্বীকৃৃতি দিচ্ছে না। তাই মিথ্যা কথা বলে নৈতিক অবস্থানের পরিবর্তন করা যাবে না। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ নাজিরউদ্দিন জেহাদের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, অনেকে বলছেনÑ বিএনপি পারছে না এ কথাটা সঠিক নয়। স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করতে হয়েছিল। আইয়ুব খানকে সরাতে ১২ বছর লেগেছিল। ৩০ লাখ লোক শহীদের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। তিনি বলেন, যারা হতাশায় ভোগছেন তাদের বলছি, হতাশাই শেষ কথা নয়। প্রতিটি রজনীর পরই নতুন সূর্য উদিত হয়। এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, হাবিব-উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।