ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ক্ষমতায় থাকার অধিকার নেই : কাদের সিদ্দিকী

প্রকাশ: ২০১৪-১০-১০ ১৪:৩০:০৩ || আপডেট: ২০১৪-১০-১০ ১৪:৩০:০৩

kader-257x300
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার জন্য ১৮ বছর নির্বাসনে কাটিয়েছি, ২৮ বছর মাংস মুখে দেইনি। আপনি দুনিয়া জয় করতে পারেন, সমুদ্র জয় করতে পারেন। ঘরের ভিতরে পেট্রল ঢেলে মানুষ হত্যা করলে আপনার ক্ষমতায় থাকার অধিকার নেই। আপনিও আসুন দেখুন, দেশের আইনশৃঙ্খলা কেমন। মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না। গুম হয়ে যায়। চারটি মুসলমান মানুষকে পুড়িয়ে অঙ্গার করা হয়েছে। তার বিচার হবে না, এমনটা হতে পারে না। ঘরের দরজা বন্ধ করে পেট্রল ঢেলে কাউকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এমনটি জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না। তিনি গতকাল দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দক্ষিণ সোহাগ পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া পেট্রলের আগুনে পুড়ে মা-মেয়েসহ চারজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদারদের ঘরবাড়ি জ্বালাতে দেখেছি, তারা ছনের ঘরে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। সরকার বলছে আইনশৃঙ্খলাসহ সবই ঠিক আছে। কিভাবে ঠিক আছে যে, মানুষ আজ ঘরের মধ্যেও নিরাপদ নয়। জনগণকে নিরাপত্তা দিতে না পারলে এই সরকারের জোর করে ক্ষমতায় থাকার কোনো অধিকারই নেই। আজ আইনশৃঙ্খলা নেই, আজ দেশে মানবতা নেই, মনুষত্ব নেই, তাই স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার ঠাণ্ডা ঘরে বসে না থেকে এখানে আসুন, দেখুন, বিচার করুন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে এ দেশ থেকে তাড়িয়েছি, তেমনিভাবে আপনারা পাশে থাকলে দেশের সব অন্যায় ধুয়ে-মুছে পরিষ্কার করে দেব। তিনি বলেন, আমি মরে গেলে আমার সন্তানের জীবন নিরাপদ থাকবে না, এমনটা হতে পারে না। দেশে যদি সুশাসন না থাকে, তবে শক্র-মিত্র কারও জীবনই নিরাপদ নয়। এ সময় তার সঙ্গে ছিলেন, তার স্ত্রী কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় নেত্রী নাসরিন সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ মির্জাপুর উপজেলা নেতারা। পরে তিনি নিহত মা হাসনা বেগম ও তিন মেয়ে সোহাগ পাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার (১৫), বাকপ্রতিবন্ধী মিম (১২) ও মলির (৮) কবর জিয়ারত করেন। উল্লেখ্য, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার গভীর রাতে জাহাঙ্গীর ও তার সঙ্গীয় লোকেরা ঘরের ভিতর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মা হাসনা বেগম, মেয়ে মনিরা আক্তার, মিম আক্তার ও মলি আক্তার মারা যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে।