ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

রাজশাহীতে আউটসোর্সিংবিষয়ক কর্মশালা

প্রকাশ: ২০১৪-০৮-১৬ ১৫:০৫:৪০ || আপডেট: ২০১৪-০৮-১৬ ১৫:০৫:৪০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে রাজশাহীতে আউটসোর্সিংবিষয়ক কর্মশালা আজ শনিবার নগরীর শাহমখদুম কলেজে অনুষ্ঠিত হচ্ছে। দুই পর্বের এ কর্মশালায় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামখদুম কলেজের উপাধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন দৈনিক কালের কণ্ঠ রাজশাহী ব্যুরোপ্রধান রফিকুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিজি)-এর চেয়ারম্যান সুব্রতা রাহা, কলেজশিক্ষক মঞ্জুর মোর্শেদি, বিআইডজির ব্যবস্থাপক (প্রশাসনিক) আবু নাইম প্রমুখ। কর্মশলায় প্রত্যেক শিক্ষার্থীর মেইলে দুই শ পাতার একটি করে বই প্রদান ছাড়াও সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালা ও বইটির মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে আয় করতে পারবে, তার নির্দেশনা পাবে। এর মাধ্যমে শিক্ষার পাশাপাশি তারা ঘরে বসে আয় করার উপায় আয়ত্ব করতে পারবে।