ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঢাকায় গুগলের অফিস স্থগিত

প্রকাশ: ২০১৪-০৮-১৪ ১২:০৭:১০ || আপডেট: ২০১৪-০৮-১৪ ১২:০৭:১০

image_116825.google-logo.png
csb24.com::
গুগল ঢাকায় অফিস স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করেছিল। কিন্তু হঠাৎ তারা এর কার্যক্রম স্থগিত করে দিয়েছে। কি কারণে স্থগিত করেছে তা নিশ্চিত করে কেউ বলছেন না। এ অঞ্চলে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে গুগলের অফিস রয়েছে। তবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় গুগলের কোন অফিস নেই।
২০১২ সালে দুই বছরের মধ্যে বাংলাদেশে গুগলের অফিস স্থাপনের কথা শোনা গিয়েছিল। সে সময় গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা বাংলাদেশের নাগরিক কাজী মনিরুল কবীরকে কান্ট্রি কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয় গুগল। তিনি ওই বছরের ৫ই নভেম্বর গুগলের সিঙ্গাপুর অফিসে যোগদান করেন। বাংলাদেশে গুগলের অফিস খোলার বিষয়টি কৌশলগত বিষয়ের ওপর নির্ভরশীল। ওই কৌশলগুলো অনুকূলে না এলে সাধারণত অফিস খোলা হয় না। গুগলের নীতি হলো স্থানীয় আইন মেনে চলা। স্থানীয় আইন গুগলের স্বাধীনতা ও ব্যবসায়িক পলিসির ওপর প্রভাব ফেললে গুগল শুরু থেকে বিষয়টি ভেবে দেখে। এর আগে গুগল বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়ার জন্য পরীক্ষা নেয়।