ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ভূমিহীন কল্যাণ সমিতি’র উদ্যোগে পীরগঞ্জে মেসি মহিলা কাপ ফুটবল টুর্নাামেন্টের উদ্বোধন

প্রকাশ: ২০১৪-০৮-০১ ২১:৫৬:৫০ || আপডেট: ২০১৪-০৮-০১ ২১:৫৬:৫০

সর্দার নুরুন্নবী রবু, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃRangpur-351x185  পীরগঞ্জে জাহাঙ্গীরাবাদ ভূমিহীন কল্যাণ সমিতি’র উদ্যোগে আন্তঃজেলা ‘মেসি মহিলা কাপ ফুটবল টুর্নাামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় রংপুর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, রংপুর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর ১১ নং এলাকা পরিচালক আকরাম হোসেন খাঁন মিলন, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল হামিদ রাজা, নাজিম উদ্দিন, জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন। জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি রংপুর জেলা মহিলা ফুটবল একাদশ বনাম দিনাজপুর জেলা মহিলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি ৫.২৫ মিনিটে শুরু হলে খেলার ১৬, ৩১,৩৩, ৪২ মিনিটে প্রতিপক্ষ দিনাজপুর জেলা মহিলা ফুটবল একাদশের জালে বল পাঠিয়ে ৪-০ গোলে এগিয়ে থাকে। খেলাটি পরিচালনা করেন‘ আহসানুল ইসলাম সোয়েব। লাইন্সম্যান হিসেবে তাকে সহযোগিতা করেন জাকির হোসেন ও ফিরোজ আহম্মেদ।
উলে¬¬খ্য, উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দরিদ্র ঘরের কন্যা রোকসানা আখতার মেসি গত ২০১১, ২০১২ ও ২০১৩ইং সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট ফুটবল খেলোযাড় ও সবোর্”চ গোলদাতা নির্বাচিত হয়ে তিন বছরই গোল্ডেন বুট লাভ করে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির খেলার সাথে মিল থাকায় ২০১২ সালে রোকসানা আখতারকে ‘মেসি’ উপাধি দেয়া হয়। মেসির ওই কৃতিত্বকে স্মরণ করতেই জাহাঙ্গীরাবাদ ভূমিহীন কল্যাণ সমিতি ‘আন্ত:জেলা মেসি মহিলা কাপ ফুটবল টুর্নাামেন্ট’র এ আয়োজন করেছে বলে জানা গেছে।