ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বিজিবির তৎপরতায় ধর্মগড় সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত

প্রকাশ: ২০১৪-০৮-০১ ১৯:০৯:২৮ || আপডেট: ২০১৪-০৮-০১ ১৯:০৯:২৮

সেতাউর রহমান রাণীশংকৈল, ঠাকুরগাঁও সংবাদদাতাSAMSUNG DIGITAL CAMERA
বিজিবির জোর তৎপরতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশী জাহাঙ্গীর হোসেন (২৩) কে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ।
শুক্রবার দুপুর দেড়টায় ৩৭৪/২ রেফারেন্স পিলার এলাকায় আটক জাহাঙ্গীরের ব্যাপারে সীমান্তের ৩৭৪ পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে জাহাঙ্গীরকে বিজিবির হাতে হস্তান্তর করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ আটক বাংলাদেশিকে ফেরত পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারতের ১২১ কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে আটক করে।
জাহাঙ্গীর রানীশংকৈল উপজেলার ধর্মগড় চিকনীপাড়ার হোসেন আলীর  ছেলে। শুক্রবার তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০১।