ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

প্রকাশ: ২০১৪-০৮-০১ ১৭:৩৯:০১ || আপডেট: ২০১৪-০৮-০১ ১৭:৩৯:০১

ডিজার হোসেন বাদশা, ব্যুরো প্রধান (রংপুর বিভাগ) ঃ 017ফিলিস্তিনের নিরপরাধ মুসলিমদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের শেরে বাংলা পার্ক চত্তরে এসে সমবেত হতে শুরু করে। এ সময় নারায়ে তকবির আল্লাহু আকবার ও ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো শহর। ঈমান আকিদা রক্ষা কমিটির আহবানে হেরার জ্যোতি স্মৃতি সংসদসহ বিভিন্ন ইসলামি সংগঠন, সকল শ্রেণী পেশা ও বয়সের মুসলমানরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইহুদিদের আগ্রাশন ও নির্বিচারে মুসলিম হত্যা অবিলম্বে বন্ধ করুন। ফিলিস্তিনে অব্যাহত হামলা বন্ধে ও ইসরায়েলের দস্যূদের হাত থেকে অবুঝ শিশুদের রক্ষায় আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতিসংঘের মহাসচিবকে জানাতে চাই। বক্তারা আরোও বলেন, অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ফিলিস্তিনে হামলার পক্ষের সকল ইহুদি রাষ্ট্রের পণ্য বর্জন করার আহবান জানানো হয় সমাবেশে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানান বক্তারা। পরে পবিত্র ভূমি ফিলিস্তিনকে রক্ষা ও ফিলিস্তিনে আহত নারী শিশুসহ সকলের সুস্থতা কামনা, নিহতদের শহীদি মর্যাদা দানে মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করা হয়।