ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ে “সাপ্তাহিক বাংলার আলো” ১০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করেছে

প্রকাশ: ২০১৪-০৮-০১ ১৭:৩১:৩৪ || আপডেট: ২০১৪-০৮-০১ ১৭:৩১:৩৪

শাওন আমীন, ঠাকুরগাঁও থেকে ॥Thakurgaon pic ঠাকুরগাঁওয়ের বহুল প্রচারিত সাপ্তাহিক ‘বাংলার আলো’র পত্রিকার আয়োজনে ১০জনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়।

সাপ্তাহিক ‘বাংলার আলো’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপেিত্ব সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সাপ্তাহিক ‘বাংলার আলো’র সম্পাদক শাওন আমিন প্রমুখ।

সম্মাননা পেলেন যারা: ঠাকুরগাঁওয়ের উন্নয়নের মরহুম মির্জা রুহুল আমীন (চোখা মিয়া), মরহুম রেজওয়ানুল হক (ইদু চৌধুরী), মরহুম খাদেমুল ইসলাম, অনিমেষ সাহিত্য সাধক মরহুম আলো ইসলাম, নারী আন্দোলনে মিসেস এহিয়া রউফ, মানব কল্যানে ড. মুহাম্মদ শহীদ উজ জামান, টিভি নাট্য অভিনেতা রেজাউর রাজী স্বপন চৌধুরী, আইন শৃঙ্খলায় এ কে এম মেহেদী হাসান, সাংবাদিকতায় মনসুর আলী ও উদীয়মান সংগঠন “উত্তরের অভিযাত্রিক”।

পরে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়।

csb24/সম্পাদনা/ডিজার হোসেন বাদশা/ব্যুরো প্রধান (রংপুর বিভাগ)/ ০১ আগষ্ট