ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

শহীদ এ,টি,এম জাফর আলম ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: ২০২২-০৮-২৪ ১৮:৫৮:৪৭ || আপডেট: ২০২২-০৮-২৪ ১৮:৫৮:৪৭

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় শহীদ এ,টি,এম জাফর আলম ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়।

২৪ আগষ্ট বুধবার দুপুরে শহীদ এ,টি,এম জাফর আলম ফাউন্ডেশন হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শহীদ এ,টি,এম জাফর আলম ফাউন্ডেশনের সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার কতৃর্ক সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এতে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী আহত -নিহত হন। হঠাৎ করে সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। উখিয়া ও টেকনাফে বিএনপি -জামায়াত কে কঠোর হস্তে দমন করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ছৈয়দ মোহাম্মদ নোমান, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের স়ভাপতি আসহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আওয়ামী লীগ নেতা আলী হোসাইন খান, আবুল ফজল মেম্বার, ইসলাম মেম্বার,হেলাল উদ্দিন, মফিজ উদ্দিন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম,সালাহ উদ্দিন, যুবলীগ নেতা গিয়াস ডন, মোজাম্মেল সিকদার, গিয়াস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন শহীদ এ,টি,এম জাফর আলম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও যুবনেতা আবুল হোসাইন আবু।