ঢাকা, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

এমপি কমল ক্ষুব্ধ নেতাকর্মীর কাছে ক্ষমা চাইলেন

প্রকাশ: ২০২২-০৮-২১ ২৩:৪৬:৪৩ || আপডেট: ২০২২-০৮-২১ ২৩:৪৬:৪৩

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন।

রোববার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে পৌর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে আলোচনায় সভায় এমন ঘটনা ঘটে।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা জানিয়েছেন, এমপি নির্বাচিত হওয়ার পর সাইমুম সরওয়ার কমল কোনভাবেই কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাথে সমন্বয় করেননি। ফলে পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীরা এমপি কমলের উপর ক্ষুব্ধ ছিলেন।

 

২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভায় তিনি আমন্ত্রিত ছিলেন না। এরপরও তিনি আলোচনায় উপস্থিত হলেন এমপিকে মঞ্চে আহবান করেন। এমপি মঞ্চে গিয়ে বসেন। এর পর তাকে বক্তব্য রাখতে ঘোষণা দিলে এমপি কমল মঞ্চে উপস্থিত অনুষ্ঠান আয়োজনকারি কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথি ও অন্যান্য নেতাদের নাম সম্ভোধন না করায় ক্ষুব্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। সবাই এক যোগে হৈ-চৈ করে প্রতিবাদ জানালে এমপি কমল ক্ষমা চান।