ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

উখিয়ায় অবৈধ বালি ভর্তি ডাম্পার গাড়ি আটক

প্রকাশ: ২০২২-০৮-২০ ১৮:১৩:৪৬ || আপডেট: ২০২২-০৮-২০ ১৮:১৩:৪৬

 

মোহাম্মদ ইমরান, উখিয়া::

উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালি বুঝাই একটি ডাম্পার ট্রাক গাড়ি আটক করে বনবিভাগ। ঘটনা স্থল থেকে কাউকে আটক করা না গেলেও পাহাড় কর্তনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১ টার দিকে পালংখালী তেলখোলা এলাকায় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্ব এ অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনবিভাগের স্টাফ সালেক, আনছার, আলি, সাজেদুল, এনাম।

সূত্রে জানা গেছে, পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় সংরক্ষিত বনে অনুপ্রবেশ করে পাহাড়ি বালি কর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার করছেলেন একদল পাহাড় খেকো সিন্ডিকেট।

এইদিকে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার ট্রাক গাড়ি আটক করেন উখিয়া বনবিভাগ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, পালংখালী তেলখোলা এলাকায় সংরক্ষিত বনবিভাগের পাহাড়ি বালি কর্তন করে নিয়ে যাওয়ার সময় একটি অবৈধ বালি বুঝাই গাড়ি আটক করি। বর্তমানে গাড়িটি উখিয়া রেঞ্জ অফিসের সরকারি হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, পাহাড়ি বালি কর্তনে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব‍্যবস্হা গ্রহনের প্রস্তুতি চলছে।