ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

উখিয়ায় তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ, বিপুল কাঠ জব্দ!

প্রকাশ: ২০২২-০৮-১৮ ২১:৩৫:৩৪ || আপডেট: ২০২২-০৮-১৮ ২১:৩৫:৩৪

 

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের থাইংখালীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে বিট কর্মকর্তাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে স’মিলের বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, স’মিল তিনটির মধ্যে দুটির মালিক থাইংখালী ঘোনারপাড়া এলাকার স্থানীয় ছৈয়দ আকবর ও আবুল কালাম। অপরটির মালিক থাইংখালী রহমতের বিল এলাকার আক্তার হোসেনের বলে জানা গেছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম বলেন, জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। উদ্ধারকৃত মালামাল উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।