ঢাকা, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

জাতির জনকের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের নানা কর্মসূচী, প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: ২০২২-০৮-১৪ ২১:৪৪:৫০ || আপডেট: ২০২২-০৮-১৪ ২১:৪৪:৫০

নিজস্ব প্রতিবেদক::

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে উখিয়া উপজেলা আওয়ামীলীগ।

দলীয় সূত্রে জানা গেছে, এ উপলক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১১টায় আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন (অর্ধ নমিত), কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, খতমে কোরআন ও মিলাদ মাহফিল, শোক র‍্যালী করা হবে।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে ১৫ আগস্ট সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিবসটিতে ৫ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আলাদা ভাবে শোক দিবস পালিত হবে।

এতে জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।