ঢাকা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাই ন্যাশনাল পার্কে বিলুপ্তপ্রায় ময়নাপাখি অবমুক্ত

প্রকাশ: ২০২২-০৮-১০ ১৪:৩৯:১৫ || আপডেট: ২০২২-০৮-১০ ১৪:৩৯:১৫

 

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই::
বিলুপ্তপ্রায় ময়নাপাখি উদ্ধার করে ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে কাপ্তাই ফরেষ্ট রেঞ্জ কর্তৃপক্ষ।

বুধবার (১০ আগষ্ট) বেলা প্রায় ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ বিলুপ্তপ্রায় দু’টি ময়না পাখি ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, স্থানীয় কাপ্তাই নতুন বাজারে বিক্রি করার সময় বিলুপ্তপ্রায় দু’টি ময়না পাখি উদ্ধার করা হয়। পরবর্তিতে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালে মোঃ সোয়াইব খানের নির্দেশে ময়না দু’টি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় বন বিভাগের কর্মকর্তা, স্টাপ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, প্রশান্তি পার্ক পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী খুকুসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।